সংবাদ শিরোনাম :
সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি, অংশ নেবেন তারেক রহমান-ফখরুল অপারেশন ডেভিল হান্টে মহানগরসহ ২৪ ঘন্টায় রংপুর রেঞ্জে গ্রেফতার ২১ শাহ আমানত কোল্ড স্টোরেজের এমডির অনিয়ম ও আলুর অগ্রীম বুকিং এ নগদ টাকা আদায়ের অভিযোগ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে ৭ দিনের আল্টেমেটাম অপারেশন ডেভিল হান্টে মহানগরসহ রংপুর রেঞ্জে গ্রেফতার আরও ৩১ সংস্কার কার্যক্রম যেন সংকটে না পড়ে যেজন্য রাজনৈতিক সমঝোতা দরকার ফ্যাসিবাদের দোসর মঞ্চে থাকায় রংপুরে বয়কট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারীর খণ্ডিত মাথা উদ্ধারের পর তার মেয়ের লাশ দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান বয়স্কদের ছাড় দিতে হবে, ইয়ূথদের নেতৃত্বই মানতে হবে: সিনিয়র সচিব মোখলেস
রিমান্ড শেষে সাবেক সমাজকল্যান মন্ত্রী কারাগারে

রিমান্ড শেষে সাবেক সমাজকল্যান মন্ত্রী কারাগারে

বাতায়ন২৪ডটকম.স্পেশাল করেসপন্ডেট

৫ দিনের রিমান্ড শেষে জামিন না মুন্জর করে কারাগারে  পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-৩ এর বিচারক দেবি রানী রায় তা্র জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। গত ৩০ আগস্ট রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন একই আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারি কর্মকর্তা মোস্তাফিজার রহমান। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হয়। উভয় পক্ষের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবি সায়েদ কামাল ইবনে খতিব জানান, নতুন করে পুলিশ কোন রিমান্ডের আবেদন করে নি। আমরা বয়স্ক এবং তার সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। আদালত না মঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, ৫ দিনের রিমান্ডে নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। সেগুলো যাছাই-বাছাইকরা হচ্ছে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গত বছর ৪ঠা আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামী । এছাড়াও তার নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় ১১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্ট করা দুটি হত্যা মামলা রয়েছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com