সংবাদ শিরোনাম :
আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য আবু সাঈদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭ জনকে এজাহারে অন্তর্ভুক্তির নির্দেশ রংপুরে টিকটক করার সময় ট্রেনে ধাক্কা খাওয়া যুবক অলৌকিকভাবে বেঁচে আছেন।। নীলফামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে মিছিল করলেই গ্রেপ্তার রংপুরে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন
তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে

তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট, রংপুর

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার  রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছে  আদালত।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায়  রংপুর মেট্রোপলিটন আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন।

রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর পৃথিস কুমার জানান, কড়া নিরাপত্তায় সকাল ৯ টায় এই আদালতে তাকে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই নুরুন্নবী। তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য ১০ দিনের রিমান্ড চান তিনি।উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কোতয়ালী থানায়।

বাদি পক্ষের নিজস্ব কোন আইনজীবি ছিল না। তবে লিগাল এইডের আইনজীবী ইফতা আক্তার বানু তুষার কান্তি মন্ডলের পক্ষে শুনানী করেন। তিনি জানান, আমি আদালতে তাকে জামিন দেয়ার আবেদন করি। কিন্তু আদালত শুনানী শেষে  জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দিয়েছেন।

গত ১৯ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন একটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির।

১৮ আগস্ট তার পিতা আব্দুর রহমান বাদী হয়ে  রংপুর অতিরিক্ত চিফ আদালতে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুষার কান্তি মন্ডলসহ ৪০ জনের নাম উল্লেখ করে ১০০-থেকে ১৫০ জনকে অজ্ঞাত  আসামি করা হয়। ১৯ আগস্ট  কোতয়ালি থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য  কোতোয়ালি থানাকে নির্দেশ দেয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, তুষারকান্তি মন্ডলকে ৫ টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে ৪ টি হত্যা মামলা। এগুলো হচ্ছে  শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ফল ব্যবসায়ি মেরাজুল ইসলাম মিরাজ, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন।

বাতায়ন২৪ডটক/সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com