স্টাফ করেসপন্ডেন্ট।। বাতায়ন২৪ডটকম।।
‘সাওয়ার লু’ ও ‘মোহ মোহ কে ধাগে’র মতো জনপ্রিয় গানের গায়িকা মোনালি ঠাকুর। ছোটখাট গড়নের মোনালি গানের মধ্য দিয়ে হৃদয় জয় করে নিয়েছেন বিশ্বের লাখ লাখ শ্রোতার হৃদয়। তাকে নিয়ে অনেক ভারতীয় যুবক স্বপ্নের বীজ বুনেছেন। কিন্তু সেই বীজ অঙ্কুরিত হতে পারেনি। মোনালির হৃদয় প্রসারিত হয়েছে সুইস রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারের প্রতি। অবশেষে সাত পাকে বাঁধা পড়েছেন তারা। ভালই ঘরসংসার করছিলেন। কিন্তু সম্প্রতি একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন মোনালি। এরপর তার স্বামী মাইক রিখটারের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরদার হয়েছে। বেশ কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন অনলাইনে ছড়াচ্ছে। তবে এ নিয়ে মোনালি এ পর্যন্ত প্রকাশ্যে কিছু স্বীকার বা অস্বীকার করেননি। ৮ই সেপ্টেম্বর মোনালি তার গান ‘এক বার ফির’ থেকে একটি বেদনাময় অংশ শেয়ার করেন, যা তার বিবাহবিচ্ছেদের জল্পনাকে উসকে দেয়। ক্লিপটিতে দেখা যায়, তিনি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।