সংবাদ শিরোনাম :
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা পীরগঞ্জের হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামকে  গ্রেফতার  দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ‎ইতিহাসের নীরব সাক্ষী বদরগঞ্জের লালদিঘী নয় গম্বুজ মসজিদ নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য- প্রেস সচিব কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা আমার-আপনার সবার মধ্যে যদি পরি বর্তন না হয়, তাহলে  কি দেশ পরিবর্তন হবে? : স্বাস্থ্য উপদেস্টার প্রশ্ন
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারও শীর্ষে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারও শীর্ষে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো

 স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।।ববাতায়ন২৪ডটকম।।

 দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাওয়া ফলাফল বিশ্লেষন করে দেখা গেছে এবারও এই বোর্ডের মধ্যে পাশ, জিপিএ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যে রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৫ জন পরীক্ষা দিয়ে ৪৫ জনই জিপিএ ফাইভ পেয়েছে। দ্যা মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ থেকে ১৩৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৩৫ জন। জিপিএ ফাইভ পেয়েছে ৯৫ জন।

রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৫৪৩ জন পরীক্ষা দিয়ে ৫৪২ জন পাশ এবং ৩৩০ জন জিপিএ ফাইভ পেয়েছে। বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজ থেকে ১৪২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৪০ জন, জিপিএ ফাইভ পেয়েছে ৪৪ জন। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে ৪৯১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪৮০ জন এবং জিপিএ ফাইভ পেয়েছে ২৯৪ জন।  রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৭১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৬৫ জন, জিপিএ ফাইভ পেয়েছে ১৫৩ জন। জিলা স্কুল থেকে ২৪২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৪০ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১৫৮ জন। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ২৯০ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৮৩ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১২০ জন। লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে ২৭৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৬৮ জন। জিপিএ ফাইভ পেয়েছে ৮৪ জন।

অন্যদিকে  রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৯৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৮৮ জন। জিপিএ ফাইফ পেয়েঠছ ২৪ জন। রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে ১৪৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১১৩ জন। জিপিএ ফাইভ পেয়েছে ২৪ জন।  এছাড়াও নগরীর প্রায় শিক্ষা প্রতিষ্ঠান ফলাফল ভালো করেছে। প্রতিষ্ঠানগুলোতে মিস্টি মুখসহ শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন।

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ) জাহাঙ্গীর আলম জানান, আমাদের শিক্ষকদের অধিকাংশই ইয়াং এবং এনার্জেটিক। তারা নিবিড়ভাবে শিক্ষার্থীদের মনিটর করেন। একারণে আমরা ভালো ফলাফল করছি। আমরা শতভাগ পাশ এবং শতভাগ জিপিএ প্রাপ্তির টার্গেট নিয়ে কাজ করছি।এবার ১১ জন শিক্ষার্থী ফেইল করেছে। এটা আমরা পর্যালোচনা করবো।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com