হেলথ এসিসটেন্সদের ৬ দফা দাবি না মানলে
আগামী ১ সেপ্টেম্বর শাট ডাউন
স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
হেলথ এসিসটেন্সদের ৬ দফা দাবি না মানলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআই টিকা প্রদানসহ সকল কার্যক্রম শাট ডাউনের হুমকি দিয়েছেন আন্দোলকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে দাবি আদায়ে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। বেলা ১১ টা পর্যন্ত চলে অবস্থান কার্যক্রম। এ সময় বক্তব্য রাখেন হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন জেলা সভাপতি শাহ মোঃ শামিম হোসেন, সাধারণ সম্পাদক আনিস রহমান প্রমুখ।
এমময় আন্দোলনকারীরা বলেন, বিগত সময়ে আমাদের শুধু আশার বাণি শোনানো হয়েছে। আমরা টিকা প্রদান করি। কিন্ত আমাদের টেকনিক্যাল পদমর্যাদা নেই। নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নিতকরণসহ ৬ দফা দাবি মানতে হবে। না মানলে ১ সেপ্টেম্বর থেকে টিকা দান কার্যক্রম বন্ধসহ সারাদেশে হেলথ এসিসটেন্সরা শাট টাউন কর্মসূচি পালন করবে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।