#দুই লক্ষের অধিক জনসমাগমে প্রস্তুতি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে বিশাল জনসভা
স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
আজ ২রা জুলাই দুপুর আড়াইটায় জনসভার প্রস্তুতি কার্যক্রম অবহিতকরণ ও জনসভার সফল করার জন্য সাংবাদিকদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে এর তথ্য নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে আমির অধ্যাপক গোলাম রব্বানী,অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
জামায়েত নেতা আব্দুল হালিম লিখিত বক্তব্যে বলেন, রংপুরের কৃতিসন্তান বাংলাদেশের গর্ব’, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধা ছাত্র পীরগঞ্জ উপজেলার আবু সাঈদ ‘বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’ শ্লোগানে প্রতীক হয়ে, পুলিশের গুলিতে ১৬ জুলাই শাহদাতবরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনে পরিনত করে।
বিগত ১৮ বছরে ফ্যাসিবাদের কবলে পরে যারা গুম, খুন, জুলম, নির্যতনের স্বীকার হয়েছেন। তাদেরও স্বরণ করছি। আল্লাহ তাদেরকে আখেরাতে পুরস্কৃত করুন। বিশেষ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ জন শিষ্য নেতাকে গত জালিম সরকার ন্যায় ভ্রষ্ট রায় দেখিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করে। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ১১ জন শীর্ষ নেতা যোগ্য উত্তরসূরি জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রংপুর মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম প্রায় ১৪ বছর কারা ভোগ করে আল্লাহর মেহেরবানীতে বিগত ২৮ মে মুক্তি লাভ করেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক গতিধারা ও গণতন্ত্র উপর আওয়ামীলিগ পেঁকে মারে। তারই ধারাবাহিকতায় ১/১১এর প্রেক্ষাপট তৈরি করে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ কর্তৃত্বশীল হয়ে শাসকরুপে চিহ্নিত হয়ে ২০১৪ ২০১৮ ২০২৪ এ যথাক্রমে বিনাভোটে নির্বাচন নিশিরাতে নির্বাচন ও আমি ডামি নির্বাচনের আয়োজন করে ক্ষমতা কুক্ষিগত করে। একটি একটি গণতান্ত্রিক দল হিসাবে সর্বশেষ বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করে।
তিনি আরো বলেন, রংপুর জেলা স্কুল মাঠে জামাতের এই বিশাল জনসভায় ২ লক্ষের অধিক জনসমাগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জনসভার দাবিসমূহ:
২০২৪ সালের ছাত্র গণ-আন্দোলনের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচারের দাবি।
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও রাজনৈতিক সংস্কার।তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
জনসভায় অতিথি হিসেবে যারা থাকছেন:
প্রধান অতিথি ডা. শফিকুর রহমান, আমীরে জামায়াত, প্রধান বক্তা, এ টি এম আজহারুল ইসলাম সদ্য কারামুক্ত মজলুম জননেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,বিশেষ বক্তা অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি ও নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ,অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রনেতা মোঃ জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিশেষ অতিথিবৃন্দ মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারী জেনারেল, মাওলানা আবদুল হালিম সহকারী সেক্রেটারী জেনারেল, মোঃ নুরুল ইসলাম বুলবুল আমীর, ঢাকা মহানগরী দক্ষিণ, মোহাম্মদ সেলিম উদ্দিন আমীর, ঢাকা মহানগরী উত্তর, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলা শাখা।
বাতায়ন২৪ডটকম।। শরিফুল ইসলাম।