স্টাফ করেসপন্ডে, রংপুর।। বাতায়ন২৪ডটকম
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রী সমমান করার দাবিতে রংপুর মহানগরীর মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করেছেন আর্থিং শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নগরীর মেডিকেল মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় রংপুর নার্সিং কলেজ সহ বেসরকারি নার্সিং ইনস্টিটিউট গুলোর শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড ও স্লোগান দেন। দাবি মোদের একটাই ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগান দেন।
অবরোধের কারণে রংপুর থেকে নীলফামারী ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ।
এ সময় বক্তব্য রাখেন, বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা সদস্য সচিব ডাক্তার জামিল হোসেন, জয়া আফরিন, মমতাজ রানি, জুই ইসলাম,- খাইরুল ইসলাম, নাছিম আহমেদ প্রমুখ।
তারা বলেন, দীর্ঘ ২৪ দিন থেকে আন্দোলনে নামলেও সরকার এ ব্যাপারে কোন সূরাহা করছে না। আমরা
এইচএসসি পাশ করার পর তিন বছর কোর্স করি।
কিন্তু সনদ পানই এইচএসসি পাশের। আবু সাঈদ এর বাংলাদেশে এই বৈষম্য চলতে পারে না। তারা দ্রুত ডিগ্রি সমমানের প্রজ্ঞাপন জারির দাবি করেন। দাবি না মানা পর্যন্ত তারা অবরোধ ছাড়বেন না বলেও জানান।
অবরোধকারীদের সাথে রাত সাড়ে সাতটায় কথা বলতে আসেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ উদ্দিন। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীরা তাকে সাফ জানিয়ে দেন শাহবাগের অবরোধকারীরা যতক্ষণ পর্যন্ত থাকবে তারাও ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় অবস্থান করবে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম