কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধিঃ-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বাংলা কলেজ ১৭টি বিভাগ নিয়ে ২০২২ইং এর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কলেজ মাঠে সফল সুন্দর আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় অত্র কলেজের মার্কেটিং বিভাগ ও কলা অনুষদ (ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন বিভাগ) এর মধ্যে অনুষ্ঠিয় উভয় দলের দারুন প্রতিযোগিতায় টানটান উত্তেজনা আনন্দ আর আশাপ্রত্যাশার নানামুখী অবসান ঘটিয়ে ৩-২ গোলের ব্যবধানে কলা অনুষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড.মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, উত্তর বাংলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম মতি, কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু।
খেলাটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক এরশাদ পলাশ সহযোগী হিসেবে ছিলেন কলেজের শিক্ষার্থী এরশাদ ও বকতিয়ার।
ধারাভাষ্যে ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রায়হানুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান।
টুর্নামেন্টের ফাইনালে বিভিন্ন মাত্রায় যোগ হয়েছে কাতারের বিশ্বকাপের আনন্দ উন্মাদনা আশার আলোয় আলোকিত করেছে প্রতিটি খেলোয়াড়দের আর প্রতিটিদর্শকদের মাঝে।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোজাম্মেল হক বক্তব্যে বলেন, আমাদের গৌরব আর অর্জনের মাস ডিসেম্বর মাস। এই মাসেই অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। আমরা পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আর দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের আধুনিক ডিজিটাল বাংলাদেশ। আগামী প্রজন্মকে শিক্ষাসংস্কৃতি চর্চায় প্রতিটি শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি সুন্দর মননশীল মানমানসিকতা শারীরিক মেধাবিকাশে খেলাধুলার বিকল্প নেই। একদিকে বিশ্বকাপের উন্মাদনায় যেমন মানুষ ভাসে। ঠিক সেই মুহূর্তে উত্তর বাংলা কলেজের এমন আয়োজন সত্যি স্মরনীয় হয়ে থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামীতে জেলা আন্তঃ কলেজ নিয়ে ও বিভাগীয় ভাবে অত্রকলেজের শিক্ষার্থীদের নিয়ে বিশ্বকাপে যেতে।
এসময় বিভিন্ন বিভাগের প্রধান সহকারী প্রধান ছাড়াও বিভিন্ন বিভাগের প্রভাষক ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্মচারীগনসহ স্ব-স্ব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে প্রতিটি বিভাগের অংশগ্রহণ কারীদলকে সম্মাননা পদকসহ খেলোয়াড়দের মাঝে মেডেল ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রফেসর ড. মোজাম্মেল হক।
Leave a Reply