রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু পুলিশের বেঁধে দেয়া রুটেই বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল রংপুরে ভিশন স্পেশালাইজড হাসপাতালে ভুল অপারেশনে যুবকের মৃত্যুর অভিযোগ
রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শিপলু সাময়িক বহিস্কার

রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শিপলু সাময়িক বহিস্কার

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সড়ক ও জনপদ বিভাগের জমি জাল দলিল করে বিক্রি সংক্রান্ত মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ায় সাময়িক বরখাস্ত হলেন রংপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর এবং তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু। তাকে সাময়িক বরখাস্ত করে  সোমবার ( ১৫ মে) প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  স্থাণীয় সরকার বিভাগের  উপ-সচিব  মোহাম্মদ জহিরুল আলম।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  স্থাণীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়েরকৃত সিআর  ১৭২/৭২ মামলায় দন্ডবিধি ১৮৬০ এর ৪২০ ধারায় এক বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ থাকায়  স্থানীয় সরকার ( সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ১২ ধারার উপ-ধারা ১ অনুযায়ী জাকারিয়া আলমকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এছাড়াও একই আইনের ১৩ ধারার ৩ উপধারা অনুযায়ী অপসারণের লক্ষে কার্যক্রম শুরু হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত: গত ১ এপ্রিল  কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জাকারিয়া আলম শিপলু ও তার বাহিনীকে নিয়ে ক্রাইম সিনে ‘জমিদখলের ডন শিপলু বাহিনী, রক্ষা পায় নি কবরস্থান সড়কের জমি’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। প্রতিবেদনে জাকারিয়া আলম শিপলুর বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের জমি জাল দলিল করে বিক্রি সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত, তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্তসহ ৮ মামলার আসামী, সিটি নির্বাচনের হলফনামায় তথ্য গোপন, চিরস্থায়ী বন্দোবস্ত কবরস্থানের জমি বেদখল, মাদকে পৃষ্ঠপোষকতাসহ গড়ে তোলা বাহিনীর বিভিন্ন অপকর্মের বিষয়ে তুলে ধরে যমুনা টেলিভিশন।

এতে ক্ষুব্ধ হয়ে গত ৫ এপ্রিল ওয়ারেন্টভূক্ত আসামী হওয়া সত্বেও স্বশরীরে উপস্থিত হয়ে সাইবার আদালতে যমুনার স্টাফ করেসপনডেন্ট ও রিংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্বা আইনে মামলার আবেদন করেন শিপলু। আদালত দাখিল হওয়া মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলা গ্রহণ কিংবা গ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত দিবে আদালত। ওই মামলায় নূর মোহাম্মদ এবং শাফিউল ইসলাম শাফি নামের আরো দুইজনকে আসামি করা হয়। এরমধ্যে নূর মোহাম্মদের কাছেই তিনি এবং তার দুই সহযোগী জহরুল আলম শাহীন এবং খায়রুল ইসলাম রাসেল সড়ক ও জনপদ বিভাগের জমি জাল দলিল করে রেজিস্ট্রি বায়না করেছিলেন। এ বিষয়ে নূর মোহাম্মদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলেন।  এই মামলায় গত ২০ ফেব্রুয়ারি শিপলুসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ওই মামলায় সাজাবৃদ্ধির জন্য হাইকোর্টে আপিল করেছেন আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ।

ওই মামলার দণ্ডাদেশের কারণেই জাকারিয়া আলম শিপলুকে সাময়িক বরখাস্ত করলো স্থানীয় সরকার বিভাগ।

যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর  পুলিশ অনুসন্ধান করে পায় জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে চারটি মামলার ওয়ারেন্ট রয়েছে। ওই চারটি মামলায় গেলো ৭ এপ্রিল তাকে বিনোদপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় বিভিন্নভাবে গ্রেফতার অভিযান বাধাগ্রস্ত করার চেস্টা চালায় তার বাহিনী। এসময় বেশ কিছু যুবকরে মুখ গামছা বাধা অবস্থায় ছিল। ৮ এপ্রিল আদালতের বিচারক তিনটি মামলায় জামিন দিলেও জিআর ১৮১/২২ মামলায় জামিন নাকোচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানিয়েছেন,  রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে  মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জমি দখল, বাড়ি নির্মাণে বাধা দেয়া, ভাঙচুর,  মারপিট, চাঁদাবাজির অভিযোগে ২৪৪/২২ এবং এবং ১৮১/২২ নম্বর মামলা এবং বিদ্যুৎ কোর্টে বিল বকেয়া রাখার কারণে ৪০৫৪/২১ নম্বর মামলায় ওয়ারেন্ট ছিল। সে কারণে তাকে ৭ এপ্রিল রাত সাড়ে নয়টায় নগরীর বিনোদপুর এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও তিনি একটি মামলার এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। ওয়ারেন্টগুলো আগেই আদালত জারি করলেও প্রক্রিয়াগতভাবে ওয়ারেন্টগুলো আমাদের কাছে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আদালত থেকে প্রাপ্ত হওয়ার পর পরই তাকে আইনের আওতায় আনা হয়।

এদিকে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদনের ঘটনায় ফুঁসে উঠে সাংবাদিক সমাজ। তারা এর তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে মামলাটি প্রত্যাহারের দাবি করে আসছে। বিষয়টি জানিয়ে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে মহানগর পুলিশ কমিশনারের কাছে বৈঠক করেছে সাংবাদিক নেতারা।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু এবং সদস্য সচিব লিয়াকত আলি বাদল জানান, গণমাধ্যমের কন্ঠ রোধ করার জন্যই অপরাধীরা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে মামলা দিচ্ছে। এর মাধ্যমে সাংবাদিকদের হয়রানি এবং সত্য প্রকাশ যেন না করতে পারে সেজন্য ভীতি তৈরি করা হচ্ছে।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক দ্যা ইনডিপেনডেন্টর সিনিয়র করেসপনডেন্ট আব্দুস সাহেদ মন্টু এবং সদস্য সচিব একুশে টেলিভিশন, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউনের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল জানান, গণমাধ্যমের কন্ঠ রোধ করার জন্যই অপরাধীরা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে মামলা দিচ্ছে। এর মাধ্যমে সাংবাদিকদের হয়রানি এবং সত্য প্রকাশ যেন না করতে পারে সেজন্য ভীতি তৈরি করা হচ্ছে।

তারা বলেন একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সশরীরে আদালতে হাজির হয়ে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নানের  বিরুদ্ধে মামলা করার বিষয়টি উদ্বেগ জনক। এতে সাংবাদিক সমাজে তীব্র প্রতিবাদ তৈরি হয়েছে। পাশাপাশি শিপলুকে গ্রেফতারের পর তার বাহিনী পোস্টারিংসহ বিভিন্নভাবে যমুনা টেলিভিশন এবং সাংবাদিক মাজহারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপ-প্রচার এবং ভয়ভীতি প্রদর্শণ করছে।বিষয়টি আরও উদ্বেগ জনক উল্লেখ করে তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাজহারের বিরুদ্ধে সাইবার আদালতে করা আবেদিত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বাতায়ন২৪ডটকম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com