সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত, প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুর থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে জামায়াতের ৫ প্রার্থীর নাম ঘোষনা রংপুরে আওয়ামীগের দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবীতে রংপুরে সংবাদ সম্মেলন সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি, অংশ নেবেন তারেক রহমান-ফখরুল অপারেশন ডেভিল হান্টে মহানগরসহ ২৪ ঘন্টায় রংপুর রেঞ্জে গ্রেফতার ২১ শাহ আমানত কোল্ড স্টোরেজের এমডির অনিয়ম ও আলুর অগ্রীম বুকিং এ নগদ টাকা আদায়ের অভিযোগ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে ৭ দিনের আল্টেমেটাম
‘ককপিট’ প্রচারণায় ঢাকা আসছেন দেব

‘ককপিট’ প্রচারণায় ঢাকা আসছেন দেব

ফাইল ছবি

ভারতীয় বাংলা চলচ্চিত্রের নায়ক দেব অভিনীত ‌‘ককপিট’ ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ ডিসেম্বর (শুক্রবার)। তার তিনদিন আগেই ছবির প্রচারণা ও সংবাদ সম্মেলনে অংশ নিতে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা আসছেন তিনি।

সাফটা চুক্তির আওয়াত ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্র। প্রতিষ্ঠানটি কর্ণধার আবদুল আজিজ দেবের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন।

আবদুল আজিজ তার ফেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেবকেও দেখা গেছে। টলিউডের এই খোকাবাবু জানান, ৮ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশে ‘ককপিট’ ছবির মুক্তি উপলক্ষে ৫ তারিখ (মঙ্গলবার) ঢাকা আসছেন তিনি। বলেন, সবার সঙ্গে কুশল বিনিময় হবে।

এর আগে ‘বুনোহাঁস’ ছবির শুটিং ও রাজনৈতিক সফরে একাধিকবার ঢাকায় এসেছিলেন দেব। তবে তার ছবি মুক্তি উপলক্ষে প্রচারণায় এবারই প্রথম ঢাকায় আসছেন।

পূজা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে ‘ককপিট’। ছবিটি প্রযোজনা করেছেন দেব নিজেই। দেব ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোলেল মল্লিক, রুক্সিণী, বাংলাদেশের রোশান, ফারিন প্রমুখ।

‘ককপিট’ ছবিটি পরিচালনা করেছেন ওপারের জনপ্রিয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। দেব ও কমলেশ্বর জুটির এটি তৃতীয় চলচ্চিত্র। এ ছবিটিতে দেব বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com