সংবাদ শিরোনাম :
জিয়া পরিবার যখন ভালো থাকে, তখন বাংলাদেশে মানুষও ভালো থাকে:রুমিন ফারহানা  রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে কর্মশালায় জুলুম করে প্রতিশোধ নিতে চাই না, ৩১ দফা বাস্তবায়ন করে আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ নিতে চাই তারেক রহমান  রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন পীরগঞ্জের কলেজ ছাত্র তন্ময়ের গলায় ফাঁস দিয়ে আত্ন হত্যা রংপুরে র‍্যাবের ইয়াবার নাটক সাজিয়ে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন   একটি বিপ্লব, আন্দোলন বা গণঅভ্যুত্থান নিয়মকানুন মেনে হয় নাঃ শিবির সভাপতি ‎রংপুরে বিচারাধীন ৬৪৩৮ মামলার মধ্যে ১৫৪২টি ধর্ষণের  বৈষম্য বিরোধী আন্দোলন মামলা রংপুরে আওয়ামীলীগ- ছাত্রলীগের ৩ জন গ্রেফতারে লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ডঃ ইউনুস দূর্নীতিমুক্ত সরকার : আগে তো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো–দুদক চেয়ারম্যান:আব্দুল মোমেন
গলায় রক্তক্ষরণ, গাইতে পারছেন না শাকিরা

গলায় রক্তক্ষরণ, গাইতে পারছেন না শাকিরা

ফাইল ছবি

গেল দুই মাস ধরে শাকিরার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। বিশেষ করে তার গলায় একাধিকবার রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত সংগীত চর্চার ফলে জনপ্রিয় এই পপতারকা পড়েছেন বিপাকে। চিকিৎসকের পরামর্শে শাকিরা এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে। এমনকি গান গাওয়া থেকে বিরত থাকছেন তিনি। ঠিকমত কথা বলতে বারণ করা হয়েছে তাকে।

এদিকে শাকিরার ‘এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’ শুরু হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। গত ২৭ জুন এই সফরের ঘোষণা দেন শাকিরা। পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শাকিরার এই সংগীত সফরে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে ৩৪টি কনসার্ট হবে।

পাঁচ মাস ধরে এই সংগীত সফরের জন্য প্রস্তুতি নিয়েছিলেন শাকিরা। আর তাতেই ঘটেছে বিপত্তি। এ অবস্থায় কোনোভাবেই তার পক্ষে কনসার্টে অংশ নেওয়া সম্ভব না। তাই ইউরোপে যারা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করে শাকিরা তার ফ্যান পেজে স্ট্যাটাস দিয়েছেন।

শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। গোটা পৃথিবী তাকে শাকিরা নামেই চেনেন। এই কলম্বিয়ান তারকা দুইবার গ্র্যামি অ্যাওয়ার্ড, সাতবার ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। একাধারে গায়িকা, গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক এবং নৃত্যশিল্পী তিনি। শুধু গুণেই নয়, রূপেও অনন্যা শাকিরা। পৃথিবীর অন্যতম আবেদনময় শিল্পী হিসাবে দারুণ জনপ্রিয় ৪০ বছর বয়সী এই তারকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com