রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন পুলিশ।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়া আবুল হোসেন।

রংপুর নগরীর ৪ নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা। ইজতেমার প্রথম দিনে দুপুর পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে।

মারা যাওয়া মুসল্লিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান। অপর জন টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। মরহুমের জানাজা ইজতেমা ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হবে।

ইজতেমার মাঠের ৬ নংহালকার জিম্মাদার ইঞ্জিনিয়া আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারনে আজ দুপুর পর্যন্ত দুইজন মুসুল্লির মৃত্যু হয়েছে। বাদ জোহর ময়দানেই জানাযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্টজনিত কারণে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com