স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের সাথে সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
সভায় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরিফুজ্জামান, রংপুর মিউজক্যাল ব্যান্ডস এসোসিয়েশন(রামবা) এর আহবায়ক জহির আলম নয়ন, রংপুর ভাওয়াইয়া একাডেমির সভাপতি রেজেকা সুলতানা ফেন্সী, নৃত্য শিল্পী সংস্থার সহ সভাপতি সোমা চক্রবর্তী, কবি ও সাহিত্যিক এবং প্রাইম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: ফেরদৌস রহমান পলাশ, বিশিষ্ট ভাস্কর শিল্পী অনিক রেজা,
বিশিষ্ট চিত্র শিল্পী ও ফটোগ্রাফার রণজিৎ দাস, বাংলাদেশ বেতার রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখারুল আলম রাজ, বিকন নাট্য কেন্দ্রের মিজান তালুকদার।
বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।