সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শিক্ষাভবনের সামনের সড়কে বসে পড়েছেন। পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে বাধা তৈরি করেছে। এতে এই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারা ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘লিখে রাখো বাংলাদেশ, ঢাকেবি গড়বে দেশ’সহ একাধিক স্লোগান দিচ্ছেন।