স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন দুইজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় দুই শিশুসহ আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি ইজিবাইক যাচ্ছিল। বিপরীত দিক থেকে টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস এসে কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান। তাদের মরদেহ উদ্ধারসহ আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।