রংপুরে ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন (ভিডিও)

রংপুরে ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন (ভিডিও)

রংপুরে শরীরে ক্ষতবিক্ষত গুলির দাগ ও পিলেট নিয়েও বাতিল ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রংপুর জেলার জুলাই যুদ্ধারা।

রবিবার বিকেল জুলাই চত্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই আহত যোদ্ধা গেজেট নাম্বার ১১৪২ এমআইএস নাম্বার ৩২১৩১ আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের মতো রংপুরেও লক্ষাধিক মানুষ রাজপথে নামেন। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরও তীব্র হয়। পরবর্তীতে ১৯ জুলাই আবারও পুলিশের গুলিতে রংপুরে আরও ৬ জন নিহত ও দুই শতাধিক আহত হন। ৫ আগস্ট সরকার প্রধান দেশ ত্যাগের পর উপদেষ্টা পরিষদ আন্দোলনে নিহত-আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেয়। শহীদ পরিবার ও আহতরা মেডিকেল নথিসহ আবেদন করেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস ও সরকারি গেজেটে অনেককে অন্তর্ভুক্ত করা হয়। যাচাই প্রক্রিয়ায় জেলা প্রশাসক, ইউএনও, সমাজসেবা ও মেডিকেল বোর্ডের প্রতিনিধিরা যুক্ত ছিলেন। যাচাই বাচাইয়ের দীর্ঘ ৮-৯ মাসের মাথায় পূর্নাঙ্গ যাচাই বাচাইয়ের জন্য রংপুর জেলার ৮ উপজেলার আহতদের ডেকে নেয়া হয় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় এডিএম রুমে সেখানে মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে পূর্ণ যাচাই বাচাই করা হয়, মেডিকেল বোর্ডে অংশ নিয়েছিলেন রংপুর মেডিকেল কর্তৃপক্ষ, সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের ডাক্তার, জেলার ৮ উপজেলা নির্বাহী অফিসার, এডিএমসহ বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, যাচাই বাচাই শেষে তিন কেটাগরি অনুযায়ী সরকারি ভাতা চালু করেন উপদেষ্টা পরিষদ।

তিনি আওর বলেন, গত ১৭ নভেম্বর ঘটে জুলাই যোদ্ধাদের জীবনে অকল্পনীয় এক দূর্ঘটনা, হঠাৎ কোন ধরনের কারন দর্শানো ছাড়াই স্বার্থান্বেশী একটি কুচক্রী মহল নিজদের সার্থ সিদ্ধির কারনে সাবেক জেলা প্রশাসক রবিউল ফয়সালের সহযোগিতায় ৫৩ জন গেজেট ভূক্ত জুলাই যোদ্ধার নাম বাতিল চেয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে আবেদন জানায় সেই ভুল সিদ্ধান্ত মেনে নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় ৫৩ জন গেজেট ভূক্ত জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে গত ১৭ নভেম্বর গত সোমবার প্রজ্ঞাপন জারি করে বাতিলকৃত জেগেট প্রকাশ করেন। এদিকে ১৯ নভেম্বর জুলাই যোদ্ধারা হতাশা অবস্থায় ভরাক্লান্ত মন নিয়ে রংপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তওে দপ্তরে ঘুরে ঘুরে বাতিলকৃত ৫৩ জনের গেজেট পূর্ণ বহালে সঠিক তদন্তের আবেদনের দাবি জনান এবং রংপুর বিভাগীয় সদর দপ্তর, সিভিল সার্জন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলীপি প্রদান করেন।

৫৩ জন বাতিলকৃত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলে এবং তাদের শারীরিক খোঁজ খবর নিয়ে দেখা যায় তাদের মেডিকেল ডকুমেন্ট যথারীতি ঠিক এবং প্রত্যেকের শরীরে গুলির ক্ষত চিহ্ন এবং শরীরে এখনো ছড়া গুলির পিলেট লেগে আছে, ৫৩ জন জুলাই যোদ্ধার মধ্যে ৪ জন মেয়ে জুলাই যোদ্ধা রয়েছে তাদের সাথে কথা বলে জানা গেছে জুলাই যোদ্ধাদের মধ্যে ৪ জন মেয়ে জুলাই যোদ্ধার নামের গেজেটও বাতিল করেছেন, আর বাকি যোদ্ধাদের মধ্যে দুই জনের নাম ডাবল হওয়ায় তাদের গেজেট বাতিল হওয়ার ধারণা করছেন, কেউ কেউ বলছেন জুলাই যোদ্ধাদের একাধিক কমিটি গঠন করেছেন জুলাই যোদ্ধারা তাদের সেই কমিটিতে দলবদ্ধ হতে অনিচ্ছা জানানোর কারনে তাদের নাম গেজেট থেকে বাতিল করা হয়েছে এবং কেউ কেউ জানিয়েছেন নতুন করে জুলাই যোদ্ধাদের টাকার বিনিময়ে গেজেট ভূক্ত করতে তাদের নাম গেজেট থেকে বাদ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে বদলী হয় সাবেক জেলা প্রশাসক রবিউল ফয়সাল, গত ১৮ নভেম্বর যোগদান করেন নতুন জেলা প্রশাসক এনামুল আহসান, জেলা প্রশাসক এনামুল আহসান স্বারকলীপি হাতে পেয়ে জুলাই যোদ্ধাদের পূর্ণ যাচাই বাচাই করে পূর্ণ বিবেচনার আশ্বাস জানিয়েছে। অবশেষে প্রধান উপদেষ্টা ড: মু. ইউনুছ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা স্যারের নিকট অতিব জোরালো আবেদন এই যে পুনরায় মেডিকেল বোর্ড বসিয়ো নতুন করে তথ্য যাচাই-বাছাই পূর্বক সকলকেই অতিসত্তর গেজেট আওতাভুক্ত করা হউক।

এসময় রংপুর জেলার জুলাই যুদ্ধা আবুল হাসেম, আব্দুর রাজ্জাক, মাসুদ রানা, আব্দুল হালিম, আসাদুজ্জামান, হামিদুল ইসলাম, আনারুল ইসলাম, মেহেরীন পারভীন, শাহ আলম, রুবায়েত বানু, গাজীয়ার রহমান, ওয়াজেদুজ্জামান সাওন, গোলাম মোস্তফা রব্বানী, মঞ্জু মিয়া, মোতাহার হোসেন, আতিকুর রহমান, সিমান্ত হোসেন, আবুল কালাম আজাদ, মাহমুদুল হাসান, জিহাদ ইসলাম শরীফ, ওমর ফারুক আকাশসহ আহত জুলাই যোদ্ধারা উপস্থি ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com