১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নভেম্বর মাসের জন্য ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়েছে।

১২ কেজি এলপিজি সিলিন্ডার এখন থেকে ১ হাজার ২১৫ টাকায় বিক্রি হবে। গত মাসে (অক্টোবর ২০২৫) এর দাম ছিল ১ হাজার ২৪১ টাকা। নতুন দর আজ (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ মূল্য হ্রাসের ঘোষণা দিয়ে বলেন, চলতি মাসের জন্য সৌদি আরব ভিত্তিক আরামকো নির্ধারিত আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি ভর্তি ১৩টি বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

বিইআরসি সূত্র মতে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নিম্নরূপ: ৫.৫ কেজি ৫৫৭ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ২২৬ টাকা, ১৫ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৬ কেজি ১ হাজার ৬২০ টাকা, ১৮ কেজি ১ হাজার ৮২২ টাকা, ২০ কেজি ২ হাজার ২৫ টাকা, ২২ কেজি ২ হাজার ২২৭ টাকা, ২৫ কেজি ২ হাজার ৫৩১ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৭ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৩৪১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৫৪৩ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৫৫৬ টাকা।

বিইআরসি জানিয়েছে, বেসরকারি খাতে খুচরা পর্যায়ে প্রতি লিটার অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫.৫৮ টাকা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com