স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
দিনাজপুর শিক্ষা বোর্ডের এবারের এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে।
আজ ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় দিনাজপুরসহ সকল শিক্ষাবোর্ডের একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল অনলাইন ও ওয়েব সাইডের মাধ্যমে প্রকাশ করা হয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা এই বোর্ড থেকে অংশ নেয় মোট ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১ লাখ ২২ হাজার১৪৬৫ জন পরীক্ষার্থী। পাশের হার ৬৭.০৩ দশমিক.০৩ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৬৯.৭৮ এবং ছাত্রদের পাশের হার ৬৪.৩৮। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর মোট সংখ্যা ১৫০৬২ জন। তার মধ্যে ছাত্রীদের সংখ্যা ৭৫৪৬ জন এবং ছাত্রদের সংখ্যা ৭৫১৬ জন। ৩০ জন জিপিএ ৫.০০জন বেশি পাশ করেছে।
ছেলেদের তুলনায় মেয়েরা ৫.৪০ বেশি পাশ করেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত করেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।