সংবাদ শিরোনাম :
বিমানবন্দরের অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ৯টা থেকে ফ্লাইট শুরু রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ টাকার সহায়তা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা সামুর সভা বিমানবন্দরের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ৫ হাজার পুলিশ: ডিসি উত্তরা আগুন নেভাতে কাছ থেকে কাজ করছে রোবট শাহজালালের কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা নিখোঁজের তিনদিন পর ধানক্ষেতে মিললো গৃহবধুর অর্ধগলিত মরদেহ দৃষ্টি ও বাক প্রতিবন্ধীদের ছাগল দিলো রোটারি ক্লাব
এসএসসি ২০২৫ পাশের হারে দিনাজপুর বোর্ডে মেয়েরা এগিয়ে

এসএসসি ২০২৫ পাশের হারে দিনাজপুর বোর্ডে মেয়েরা এগিয়ে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

দিনাজপুর শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় পাশের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা  এগিয়ে।

দিনাজপুর শিক্ষাবোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা এই বোর্ড থেকে অংশ নেয় মোট ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১ লাখ ২২ হাজার১৪৬৫ জন পরীক্ষার্থী। পাশের হার ৬৭.০৩ দশমিক.০৩ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৬৯.৭৮ এবং ছাত্রদের পাশের হার ৬৪.৩৮। ছেলেদের তুলনায় মেয়েরা ৫.৪০ বেশি পাশ করেছে।

আজ ১০ জুলাই বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত করেন।

গতবছর (২০২৪ সাল) এই বোর্ডে পাশের হার ছিল ৭৮দশমিক ৪৩ শতাংশ।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com