স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
দিনাজপুর শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় পাশের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে।
দিনাজপুর শিক্ষাবোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা এই বোর্ড থেকে অংশ নেয় মোট ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১ লাখ ২২ হাজার১৪৬৫ জন পরীক্ষার্থী। পাশের হার ৬৭.০৩ দশমিক.০৩ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৬৯.৭৮ এবং ছাত্রদের পাশের হার ৬৪.৩৮। ছেলেদের তুলনায় মেয়েরা ৫.৪০ বেশি পাশ করেছে।
আজ ১০ জুলাই বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত করেন।
গতবছর (২০২৪ সাল) এই বোর্ডে পাশের হার ছিল ৭৮দশমিক ৪৩ শতাংশ।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।