সংবাদ শিরোনাম :
বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ বেরোবি ছাত্র সংসদ জন্য ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন কুড়িগ্রামের চরে মাধ্যমিকের শিক্ষাও অধিকাংশের নাগালের বাইরে নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল- ইসি সচিব নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত রংপুর-৩ সদর আসনে হাতপাখার এমপি প্রার্থী পিয়ালের গণসংযোগ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে জাতীয় যুবশক্তির শোভাযাত্রা অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন সামু (ভিডিও) তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলি

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলি

স্টাফ করসপন্ডেন্ট মুন্সিগঞ্জ।।বাতায়ন২৪ডটকম।।

মুন্সীগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা ভেঙে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে উপস্থিত পুলিশ সদস্যরা।

আজ রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দীপু টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে বর্তমানে সে নারায়গঞ্জের ফুতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মো. আবু বক্কর সিদ্দিক জানান, দুপুরে পরীক্ষার শেষ পর্যায়ে রামপাল কলেজের সামনে সড়কে একটি প্রাইভেটকারের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকার আরোহী দীপুসহ দুইজন গাড়ি থেকে বের হলে অটোরিকশাচালকের সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা দীপুকে ধরতে গেলে অস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্ত দীপু। এ সময়, উপস্থিত পুলিশ ও ছাত্র-জনতা তাকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com