সংবাদ শিরোনাম :
‘মানুষ মারার অধিকার, কে দিলো রে জানোয়ার’ শ্লোগানে উত্তাল রংপুর রংপুরে ভূমিহীন পরিবারের বাড়ি ঘর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পুড়িয়ে দিলেন বিএনপি নেতা রংপুরে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার, গ্রেফতার ২ আওয়ামীলীগ যে পথে বিএনপি সেই পথে, আমরা ভাই মরলো কেন তারেক রহমান জবাবদে শ্লোগান জুমার নামাজ পড়তে যাওয়ার পথে যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর বার ইউনিটের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি? আশ্রয় কেন্দ্রে বানভাসিদের ত্রানের জন্য হাহাকার পেটে ৭ ইঞ্চি কাঁচি রেখে সেলাই, ৭ মাস পর অপসারণ দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারও শীর্ষে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো
অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এ তথ্য নিশ্চিত করেছেন গ্রাজের মেয়র এলকে কাহর। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত গ্রাজের ড্রেয়ারশু টজেনগাসে হাই স্কুলে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত ৭ জন স্কুলের শিক্ষার্থী। এই ঘটনাকে মর্মান্তিক ট্রাজেডি বলে উল্লেখ করেছেন কাহর। তিনি জানিয়েছেন, নিহতের মধ্যে দুইজন বন্দুকধারীও রয়েছেন। যাদের একজন ওই স্কুলের শিক্ষার্থী। পুলিশের একজন মুখপাত্র ওআরএফ-কে বলেছেন, বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্কুলটি ওই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ। গ্রাজও অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, যেটি রাজধানী ভিয়েনা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এদিকে পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শহরটির একটি সড়কে অভিযান চালাচ্ছে পুলিশি। এখনও কি কারণে হামলা হয়েছে তা নিশ্চিত করেনি তারা। স্কুলের ভবনটি পুলিশ খালি করে ফেলেছে। স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ওই ভবনের শৌচাগারে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি বন্দুকধারী কি না, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাতান২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com