সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১
‘এমন কাউকে সদস্য করবেন না। যার জন্য মুখ লুকাতে হয় অথবা কেউ কোন কথা বলার সুযোগ পায়: ডা. জাহিদ

‘এমন কাউকে সদস্য করবেন না। যার জন্য মুখ লুকাতে হয় অথবা কেউ কোন কথা বলার সুযোগ পায়: ডা. জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

 ‘এমন কাউকে সদস্য করবেন না। যার জন্য মুখ লুকাতে হয় অথবা কেউ কোন কথা বলার সুযোগ পায় ‘ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

 

বৃহস্পতিবার ( ২৯ মে) সন্ধায় রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে  বিএনপির বিভাগীয় নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। সাংগঠনিক সম্পাদক আসাদুল  দুলুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাত সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

এজেডএম জাহিদ হোসেন বলেন, কোন অবস্থাতেই ৪৭ কে অস্বীকার করা যাবে না। ৭১ কে অস্বীকার করলে চলবে না। ৭ ই নভেম্বর ১৯৭৫ কে ভুলতে পারবে না। ৯০ কেয দি ভূলে যান তাহলে স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে উঠবে। আর ৫ ই আগস্টকে যদি আমরা মনে না রাখি তাহলে  কর্তৃত্ববাদি শাসন আবারও আমাদের মাঝে আসার সম্ভাবনা দেখা দিবে। সেকারণে জুলাই বিপ্লববে আমাদের মনে রাখতে হবে। হৃদয়ে ধারণ করতে হবে।

জাহিদ হোসেন বলেন, ‘ সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্দেশ্য হলো বিএনপিকে জনগণের আরও দোড়গোড়ায় পৌছে দেয়া। আওয়ামীলীগ আমাদের ষোল বছর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেই নাই। সেকারণে আজকে এই সময়ে আমাদের হিসাব নিকাশের পালা।  সেজন্য এমন কাউকে সদস্য করবেন না। যার জন্য মুখ লুকাতে হয় অথবা কেউ কোন কথা বলার সুযোগ পায়। সকল সদস্যদের জন্য একটি সম্মৃদ্ধ ডাটাবেজ তৈরি করা হবে। যাতে ক্লিক দেয়ার সাথেই আমরা তৃণমুলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। সতর্কতার সাথে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’

 বাতায়ন ২৪ডটকম /শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com