সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১
রংপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান, টিকিট কালোবাজারি ও অব্যবস্থাপনায় ক্ষোভ

রংপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান, টিকিট কালোবাজারি ও অব্যবস্থাপনায় ক্ষোভ

মমিনুল ইসলাম রিপন  স্টাফ করেসন্ডেন্ট ,রংপুর  ।। বাতায়ন২৪ডটকম।।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রংপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি এবং রেলওয়ে কর্মচারীদের দায়িত্বে গাফিলতির অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার (২৮ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া এই অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে দুদক কর্মকর্তারা স্টেশনের টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও অফিস কক্ষ পরিদর্শন করেন। তারা স্টেশনকর্মীদের উপস্থিতি, দায়িত্ব পালনের অবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনার মান যাচাই করেন। এসময় স্টেশনের বাথরুম, প্ল্যাটফর্ম এবং যাত্রী বিশ্রামাগারগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার মারাত্মক অভাব দৃষ্টিগোচর হয়।

অভিযান শেষে দুদক উপ-পরিচালক মো. শাওন মিয়া বলেন, রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্র। এখানে যাত্রীসেবায় অবহেলা বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। স্টেশনের পরিচ্ছন্নতার পরিবেশ খুবই নাজুক। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ বেড়েছে, তাই যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি রোধে দ্রুত ব্যবস্থা নিতে স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বরত কর্মীদের গাফিলতি পাওয়া গেছে। তাদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে স্টেশন কর্তৃপক্ষকে।

টিকিট কালোবাজারি প্রসঙ্গে এই কর্মকর্তা জানান, বর্তমানে সরাসরি কালোবাজারির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ঈদসহ বিভিন্ন উপলক্ষে যারা এমন কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করবে, তাদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। কালোবাজারি চক্রের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও অভিযানে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে রংপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলী বলেন, বর্তমানে প্রায় সব টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কালোবাজারি নেই বললেই চলে। তবে কেউ যদি অন্যভাবে কালোবাজারির চেষ্টা করে, সেক্ষেত্রে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেদিক থেকে আমরা সর্বদা সজাগ রয়েছি।”

তিনি আরও বলেন, দুদকের টিম টিকিট কালোবাজারির কোনো সরাসরি প্রমাণ পায়নি। তবে স্টেশনের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে দুদক কর্মকর্তারা আমাদের অবগত করেছেন। ইতিমধ্যে পরিচ্ছন্ন কর্মীদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযানের সময় স্টেশন কর্তৃপক্ষ ছাড়াও আনসার বাহিনীর একটি মোবাইল টিম উপস্থিত ছিল। এধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে দুদকের কার্যক্রমকে উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্টেশনে থাকা যাত্রীসহ সাধারণ মানুষজন। তাদের দাবি, যাত্রীসেবার মানোন্নয়ন ও দুর্নীতি রোধে এধরনের নিয়মিত মনিটরিং অব্যাহত রাখা হোক।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com