সংবাদ শিরোনাম :
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা পীরগঞ্জের হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামকে  গ্রেফতার  দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ‎ইতিহাসের নীরব সাক্ষী বদরগঞ্জের লালদিঘী নয় গম্বুজ মসজিদ নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য- প্রেস সচিব কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা আমার-আপনার সবার মধ্যে যদি পরি বর্তন না হয়, তাহলে  কি দেশ পরিবর্তন হবে? : স্বাস্থ্য উপদেস্টার প্রশ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা দেশ পরিচালনা করবে:ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা দেশ পরিচালনা করবে:ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয়

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 36;

 

স্পেশাল করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগের মাদরাসাসমূহের অধ্যক্ষ  ও উপধ্যক্ষগনের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন শীষক মতবিনিময় সভা।

আজ রবিবার ১১ মে সকাল ১০ টায় জেলা শিল্প কলা একাডেমি অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি প্রফেসর ডঃ মুহাম্মদ শামসুল আলম, ভাইস চ্যান্সেলর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি বলেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাকরি হিসেবে না নিয়ে দায়িত্ব হিসেবে নেই। দায়িত্ব যথাযথভাবে পালন করলে ইসলামের মূল্যবোধ বৃদ্ধি পাবে। আধুনিক শিক্ষা ও নৈতিক শিক্ষা আলিয়া মাদ্রাসা গুলো দেয়।

বিশেষ অতিথি প্রফেসর ডঃ মোঃ শহিদুল ইসলাম প্রো ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মামুনুর রহমান খলিল, ট্রেজারার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

আলোচক প্রফেসর ডক্টর  মোহাম্মদ অলী উল্লাহ
ডিন কারিকুলাম উন্নয়ন মূল্যায়নদ ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডঃ মোঃ শাযাআত উল্লাহ ফারুকী, মোহাম্মদ আইয়ুব হোসেন রেজিস্টার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
মোহাম্মদ আলী পরীক্ষা নিয়ন্ত্রক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

এ সময় বক্তারা বলেন, আগামীতে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ পরিচালনা করবে।

মাদ্রাসা গুলো জাতীয়করণের দাবি তোলেন বিভিন্ন জেলা থেকে আসা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

মাদ্রাসা পরীক্ষায় নকল ব্যাবস্থা তুলে ফেলতে হবে। নকল থেকে বের হতে না পারলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে কোরানের শিক্ষা ব্যবস্থা। আমাদের নৈতিকতা পরিবর্তন করতে হবে।

সভাপতিত্ব করেন, প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান প্রো-ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম।
,

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com