সংবাদ শিরোনাম :
নির্বাচনের নামে আমাদের সামনে মূলা ঝোলানো হচ্ছে: নীলফামারী পথসভায় নাহিদ ইসলাম সৈয়দপুরে জাতীয় নাগরিক পার্টির শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত বিহারী ক্যাম্পে মতবিনিময় জাতীয় নাগরিক পার্টি ৩রা জুলাই দিনের কার্যক্রম বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে বিশাল জনসভা জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সাদুল্যাপুর অতিক্রম করে গাইবান্ধায় প্রবেশ করছে। জাতীয় নাগরিক পার্টি এখন পদযাত্রা মাদারগঞ্জে  জুলাই বিপ্লব একটি দলের পরিবর্তনের জন্য ছিল না,  ছিল নয়া রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের বাবা মায়ের পাশে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এসিপি পার্টির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেন
চাকরিচ্যুত ৬ শিক্ষানবিশ এএসপির একজন ঢাবি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা

চাকরিচ্যুত ৬ শিক্ষানবিশ এএসপির একজন ঢাবি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা

রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম 

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪০তম ব্যাচের ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. সোহেল রহমান (শাস্ত্রী)। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের (ডাকসু) সাবেক অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক ছিলেন। পাশাপাশি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ইউনিট ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। ৪০তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন তিনি। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়।

সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চাকরিচ্যুতির কারণ জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শৃঙ্খলা ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, শিক্ষানবিশ এএসপিদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছিল। এসব অভিযোগ যাচাই-বাছাই করেই তাদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বাহিনীর শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শিক্ষাজীবনে সোহেল রহমান ২০১২ সালে বদরগঞ্জের লালদীঘি ও/এ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৪ সালে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com