সংবাদ শিরোনাম :
রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য আবু সাঈদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭ জনকে এজাহারে অন্তর্ভুক্তির নির্দেশ রংপুরে টিকটক করার সময় ট্রেনে ধাক্কা খাওয়া যুবক অলৌকিকভাবে বেঁচে আছেন।। নীলফামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
লালমনিরহাটে বন্যায় ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

লালমনিরহাটে বন্যায় ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট।। বাতায়ন২৪ডটকম

লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পাঠদান বন্ধ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় ৭টি, আদিতমারী উপজেলায় ৮টি ও হাতীবান্ধা উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এই আদেশ জারি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তর।

পাঠদান বন্ধ থাকা বিদ্যালয়গুলো হলো- কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর গোকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিস্তা কে.আর খাদেম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চ্যাংড়া আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী জফুর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আদিতমারী উপজেলার বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন চর প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন ইসমাইলপাড়া প্রাথমিক বিদ্যালয়, আদর্শপাড়া এম এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন প্রাথমিক বিদ্যালয়, মনিয়ার চর প্রাথমিক বিদ্যালয়, বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবর্দ্ধনহাট ইসমাইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ডাউয়াবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সারডুবি চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দেয়। জেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ে, এর মধ্যে বন্য কবলিত মানুষদের আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে।

 বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com