সংবাদ শিরোনাম :
জিয়া পরিবার যখন ভালো থাকে, তখন বাংলাদেশে মানুষও ভালো থাকে:রুমিন ফারহানা  রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে কর্মশালায় জুলুম করে প্রতিশোধ নিতে চাই না, ৩১ দফা বাস্তবায়ন করে আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ নিতে চাই তারেক রহমান  রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন পীরগঞ্জের কলেজ ছাত্র তন্ময়ের গলায় ফাঁস দিয়ে আত্ন হত্যা রংপুরে র‍্যাবের ইয়াবার নাটক সাজিয়ে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন   একটি বিপ্লব, আন্দোলন বা গণঅভ্যুত্থান নিয়মকানুন মেনে হয় নাঃ শিবির সভাপতি ‎রংপুরে বিচারাধীন ৬৪৩৮ মামলার মধ্যে ১৫৪২টি ধর্ষণের  বৈষম্য বিরোধী আন্দোলন মামলা রংপুরে আওয়ামীলীগ- ছাত্রলীগের ৩ জন গ্রেফতারে লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ডঃ ইউনুস দূর্নীতিমুক্ত সরকার : আগে তো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো–দুদক চেয়ারম্যান:আব্দুল মোমেন
ভারতের টসের সিদ্ধান্ত ভুল ছিল, দাবি অজয় জাদেজার

ভারতের টসের সিদ্ধান্ত ভুল ছিল, দাবি অজয় জাদেজার

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম

কানপুরে টস জিতে কোনো অধিনায়ক সর্বশেষ ফিল্ডিং নিয়েছিলেন সেই ১৯৫২ সালে। ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়েছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। গত ৬০ বছরে আরও ২৩টি ম্যাচ হয়েছে কানপুরে, কোনো ম্যাচেই অধিনায়ক টস জিতে ফিল্ডিং নেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছিলেন, টস জিতলে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ছিল তার। তবে সবাইকে অবাক করে দিয়ে রোহিত শর্মা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা মনে করেন, ভারত পিচ সম্পর্কে ধারণা নিতে ভুল করেছে। এ কারণেই রোহিত টস জিতে ফিল্ডিং নিয়েছেন। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটাও খারাপ হয়নি। ম্যাচের প্রথম দিনের সিংহভাগ ও দ্বিতীয় দিনের পুরোভাগ বৃষ্টিতে ভেসে না গেলে হয়ত এই ভুলের মাশুল গুনতে হতো স্বাগতিকদের।

জাদেজা বলেন, ‘পরিস্থিতি ছিল ব্যাটিংয়ের জন্য জুতসই। টস জিতে ব্যাটিং নেওয়া উচিৎ ছিল। আমার মনে হয় ভারত সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করল।’

তবে কঠিন বাস্তবাতাটাও তুলে ধরেছেন জাদেজা। ভুল করলেও ভারতের কোচ বা অধিনায়ক কেউই যে তা স্বীকার করবেন না, তা তিনি আগেই জানিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘সমস্যা হলো, ভুল করলেও রোহিত ও গম্ভীর তা কখনই মানবে না। তবে ফিল্ডিং সাজানো দেখেই এটা পরিস্কার, রোহিত নিজেও বুঝতে পারছে ও যে পিচ ও কন্ডিশন বুঝতে ভুল করেছে।’

কানপুর টেস্টের ২ দিন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে আছে ১০৭ রান। যদিও ম্যাচ এখন যত গড়াবে উইকেট ব্যাটিংয়ের জন্য হবে তত চ্যালেঞ্জিং। রোহিত-গম্ভীরের সেই ভুল হয়ত তাই ততটা প্রকাশ্যে আসবে না, যেভাবে মাশুল গোণার হাত থেকেও বেঁচে যাবে টিম ইন্ডিয়া।
বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com