সংবাদ শিরোনাম :
আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য আবু সাঈদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭ জনকে এজাহারে অন্তর্ভুক্তির নির্দেশ রংপুরে টিকটক করার সময় ট্রেনে ধাক্কা খাওয়া যুবক অলৌকিকভাবে বেঁচে আছেন।। নীলফামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে মিছিল করলেই গ্রেপ্তার রংপুরে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন
শহীদ ও আহতদের পরিবারের করা মামলাগুলোর দ্রুত ন্যায় বিচার পেতে কাজ চলমান: রংপুর ডিসি

শহীদ ও আহতদের পরিবারের করা মামলাগুলোর দ্রুত ন্যায় বিচার পেতে কাজ চলমান: রংপুর ডিসি

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ছাত্র জনতার অভ্যুন্থানে শহীদ এবং আহতদের পরিবারের পাশে সব সময় থাকার পাশাপাশি তাদের মামলাগুলোকে দ্রুত ন্যায় বিচার পাইয়ে দিতে কাজ করবে  জেলা প্রশাসন বলে প্রতিশ্রুতি দিয়েছেন  ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল।

শনিবার বেলা ১১ টায় নগরীর জুম্মাপাড়ায় ১৯ জুলাই গুলিতে নিহত কলা ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজের পরিবারের সাথে দেখা শেষে এই প্রতিশ্রুতি দেন তিনি।  এসময় তার সাথে ছিলেন এডিসি (জেনারেল)  হাবিবুর হাসান রুমি, সদর উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান প্রমুখ।

এরপর তিনি শহীদ আব্দুল্লাহ আল তাহির, সাজ্জাদ হোসেন , মোসলেম উদ্দিন মিলন ও মানিক মিয়ার পরিবারের সাথে দেখা করেন। তাদের খোঁজ খবর নেন। শহীদদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেন। ডিসি বলেন, ছাত্র জনতার অভ্যুন্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পাওয়া বাংলাদেশে বৈষম্য দূরিকরণে জবাবদিহীতারসাথে কাজ করতে তার প্রশাসন। এ পর্ যন্ত রংপুর জেলায় ১৯ জন শহীদের তালিকা পাঠানো হয়েছে এবং আহতদের তালিকাতৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

 

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com