ভুরুঙ্গামারীতে বিসিডিএস’র সচেতনতামূলক সভা

ভুরুঙ্গামারীতে বিসিডিএস’র সচেতনতামূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম।। বাতায়ন২৪ডটকম।।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ পরিপালন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) দুপুরে মাহবুব ক্লিনিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার ওষুধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া।

সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উপজেলা বিসিডিএস এর সিনিয়র সহ সভাপতি মাহবুব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিসিডিএস সভাপতি নজরুল ইসলাম।

সভায় নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে ভুরুঙ্গামারী উপজেলার অর্ধ শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন ।

বাতায়ন২৪ডটকম।। নাহিদ হাসান।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com