সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি
এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা

এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন নবগঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এ শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে গঠিত ৭৫ সদস্যবিশিষ্ট এই জেলা কমিটিতে এ কে এম মুশফিকুর রহমানকে আহ্বায়ক এবং মুহিন সরকারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক এ কে এম মুশফিকুর রহমান, সদস্য সচিব মো. মুহিন সরকারসহ যুগ্ম আহ্বায়কবৃন্দ নাহিদ হাসান শাওন, আবু সুফিয়ান রিগান, মামুনুর রহমান, ফিরোজ, ইসমাইল হোসেন সাদ্দাম, কবির হাসান, ওসমান গণি, ইউনুস আলী, গোলাম রব্বানী, হাবিবুর রহমান তুহিন, আবির হাসান আকাশ, শরিফুল ইসলাম ও মো. হাবিব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ছালিউর রহমান সৈকত, ইঞ্জিনিয়ার আল-আমিন সুমন, সবুজ মণ্ডল, আশিকুর রহমান আকাশ, আরাফাত সানি, মানিক মিয়া, মনিরুজ্জামান জামাল, নাঈম ইসলাম শিমলু, বিপুল মিয়া, জিত্তু মিয়া, শ্রী সুমন দাস এবং ছাত্রী বিষয়ক নেত্রীবৃন্দ রেশমী আক্তার, সিমা আক্তার, আশা মনি, নিশি আক্তার, রাফিয়া জান্নাত ও বৃষ্টি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com