স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা -কাউনিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী হিসেবে সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো.মাহবুবার রহমান মনোনয়ন জমা দিয়েছেন।
গত রবিবার (২৮ ডিসেম্বর) পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক এবং উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলাম এর নিকট মনোনয়ন জমা দেন জাপার প্রার্থী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।
সে সময় তার সাথে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, পীরগাছা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রঞ্জু হাজী, ছাওলা ইউনিয়ন সভাপতি শামছুদ্দোহা চঞ্চল এবং উপজেলা জাপা নেতা শাহ মো. রঞ্জু উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, সদর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবনেতা সিরাজুল ইসলাম, সুলতান আহমেদ মেম্বার, পারুল ইউনিয়ন জাপা নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আব্দুল রাজ্জাক মেম্বার, কল্যানী ইউনিয়ন জাপা নেতা আব্দুস সাত্তার, জয়নাল হাজারী, জিহাদুল ইসলাম, মতিয়ার ম্যানেজার, গোলজার হোসেন, এছাড়াও পীরগাছা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমাদান শেষে জাতীয় পার্টির এ প্রার্থী বলেন, বাংলাদেশের একটি প্রাচীনতম রাজনৈতিক দল জাতীয় পার্টি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সফল রাষ্টনায়ক নয় বছর দেশ চালিয়েছেন।
সারাদেশে তিনি যে কাজগুলো করেছেন তাতে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির কোন কলঙ্ক নাই। দূর্ণীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখলদারি রাজনীতি কখনো জাতীয় পার্টির লোক করেনা। তিনি আরও বলেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের নামে সেই সময় প্রায় ২৩/২৪ টা মামলা করা হয়েছিল কিন্তু একটিও তারা প্রমাণ করতে পারেনি। ২১ বছর এই উপজেলায় জাতীয় পার্টির এমপি ছিলেন, আমার বাবা দুইবার পীরগাছা উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম। পীরগাছায় এমন কোন জায়গা নাই যেখানে আমরা উন্নয়নের ছোঁয়া লাগাই নাই। শতভাগ কাজ হয়তো করতে পারি নাই বাজেট ঘাটতির কারণে।
উপজেলা চেয়ারম্যান থাকাকালীন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে ব্যাপক কাজ করেছি।শিক্ষার অবকাঠামো উন্নয়নে কাজ করেছি, আমার আমলে এখানকার ইউএনও শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিল। কর্মসংস্থান সৃষ্টির জন্য কাউনিয়া উপজেলার টেপামধুপুরে নির্মানাধীন ইপিজেড এর কথাও বলেন তিনি।
ভোটারদের উদ্দেশ্য মাহবুব বলেন, রংপুর -৪ আসন তথা অবহেলিত কাউনিয়া পীরগাছার মানুষ, স্থানীয় উন্নয়নের স্বার্থে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। তিনি আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে কাউনিয়া পীরগাছা উপজেলার জনগণ জাতীয় পার্টির ঘাটি পুনরুদ্ধার করতে সক্ষম হবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন প্রত্যাশা করছি।
বাতায়ন২৪ডটকম।। হারুন-অর-রশিদ বাবু।। মেমোহি।।