স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
জুলাই বিল্পবী শহীদ হাদির লাশ আজ নয়; আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে বলে জানা গেছে। আজ তার লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘরে রাখা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিপ্লবী শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হবে। অর্থাৎ জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন।
এ সময় তার লাশ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সরোয়ার ফারুকী, বশির আহমেদ ও ডা. সায়েদুর রহমান।
এছাড়াও ছিলেন আমার দেশ সম্পাক মাহমুদুর রহমান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের বুরহান উদ্দিন ও জাবের। একই সঙ্গে বোন-জামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন।
অপরদিকে, হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান জুলাইয়ের এই মহান বিপ্লবী।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।