স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
যারা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে কিংবা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিবে তাদের সঙ্গে সমান সমান আচরণ করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১৭ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক থেকে এ হুঁশিয়ারি দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, মর্যাদা কখনো আলোচনাযোগ্য নয়।
তিনি আরও লিখেন, ‘সন্ত্রাসবাদী, ভোট চোর বা হত্যাকারীদের আশ্রয় দিয়ে আমাদের সার্বভৌমত্ব নষ্ট করার পায়তারা করলে আমরা তাদের সঙ্গে সমানে সমানে আচরণ করবো। কেউ যদি আমাদের সম্মান দেয় তাহলেই আমরা সম্মান দেবো।’

এর আগে ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় এক সমাবেশে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।