বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রংপুর মহানগরের ৪ নম্বর ওয়ার্ডস্ত খটখটিয়া এলাকার আশিকুল ইসলাম (সোনা) স্মৃতি পাঠাগারের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিজু। এছাড়াও আর উপস্থিত থাকেন ছয় নংওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি, পাঁচ নাম্বার ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ানুল হক টফি, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আহসান হাবীব, পশুরাম থানা কৃষক দলের সভাপতি কাজল মিয়া পরশুরাম থানা জাসাস সভাপতি কামরুজ্জামান। আয়োজনে চার নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা জিয়াউর রহমান সোহাগ।