স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর কাউনিয়া উপজেলার হারাগাছে নিজ বাসভবনে দোয়া মাহফিল করেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিএনপি মনোনিত প্রার্থী, সাবেক জেলা বিএনপি’র সভাপতি এমদাদুল হক ভরসা। এতে বায়তুন নুর ভরসা জামে মসজিদের খতিব ওমর ফারুক সিদ্দিকী দোয়া পরিচালনা করেন।
এমদাদুল হক ভরসা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তি ও দেশের মানুষের কল্যাণের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি চাইলে বিদেশে গিয়ে আরাম-আয়েশী জীবন-যাপন করতে পারতেন। কিন্তু দেশের মানুষের কথা ভেবে তিনি দেশে থেকেছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে কারাগারে স্লো পয়োজনিং করে হত্যার চেষ্টা করেছে। আজ তিনি শয্যাশায়ী। বিএনপিসহ দেশের সর্বস্তরের মানুষ তাঁর সুস্থ্যতার জন্য দোয়া করছেন। তিনি দ্রুত সুস্থ্য হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবেন বলে এই প্রত্যাশা করছি।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।