স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর উদ্যোগে ইয়াতীম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার মধ্যরাতে রংপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত শত শত মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
রাতের শেষ প্রহরে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো অসহায় মানুষের জন্য এ আয়োজন যেন হয়ে ওঠে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে পাঁচ শতাধিক প্যাকেট খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শাহ জিয়াউল হক শ্যামলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন,
“আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থ। তার দ্রুত আরোগ্য কামনা করে আমরা এই খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার বড় পরিচয়—রাজনীতির মূল লক্ষ্যই মানুষের সেবা। আমরা চাই আমাদের নেত্রীর সুস্থতা ফিরে আসুক, আর তার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারি।”
তিনি আরও বলেন, “রংপুর জেলা যুবদল সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এভাবেই দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।” রেলস্টেশনে আকস্মিক এ মানবিক আয়োজন পেয়ে খুশি সাধারণ মানুষও। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া রাতের এ আয়োজন রাজনৈতিক কর্মসূচিকে শুধু শক্তিশালীই করেনি, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
বাতায়ন২৪ডটকম।। মমিনুল ইসলাম রিপন।।মেমোহি।।