স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর রবার্টসনগঞ্জ ঈদগা মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা দোয়া মাহফিল হয়েছে।
এসময় রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও রংপুরের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রসিকের ২৫ নম্বর ওয়ার্ড নারী সমাজের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। দোয়া পাঠ করেন ২৫ নম্বর ওয়ার্ড মহিলা দল সভাপতি ইসমত আরা রিমা। মহানগর মহিলা দলের সদস্য রেহানা বেগম, ফেন্সি বেগম এবং পারুল বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রংপুর মহানগরীর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।