সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ
সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ৩ ইউনিয়নে চূড়ান্ত কমিটি ঘোষণা

সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ৩ ইউনিয়নে চূড়ান্ত কমিটি ঘোষণা

সুন্দরগঞ্জ প্রতিনিধি:

সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের তিনটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সাবেক বিএনপি সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম তিন ইউনিয়নের চূড়ান্ত কমিটি অনুমোদন দেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহ্বায়ক মোঃ গোলাম আযম মন্ডল প্রিন্সসহ দলীয় নেতৃবৃন্দ।

৪ নং বেলকা ইউনিয়নের ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোঃ গোলজার হোসেনকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহুরুল, সদস্য সচিব মোঃ আমিনুল (প্রামানিক) বাদল এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আজাহার আলী।

৫ নং দহবন্দ ইউনিয়নের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন মোঃ বাবলু মিয়া। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন মিয়া, সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন (আঙ্গুর) এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নাজমুল মিয়া।

৯ নং ছাপড়হাটি ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুর রহিম (দুদু মিয়া)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল, সদস্য সচিব মোঃ ফজলুল হক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন।

উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মোস্তাইন বিল্লাহ এবং সদস্য সচিব শ্রী প্রশান্ত কুমার সরকারের স্বাক্ষরে কমিটিগুলো কার্যকর করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহ্বায়ক মোঃ মোস্তাইন বিল্লাহ বলেন,
“নতুন কমিটিগুলোকে দ্রুত মাঠে সক্রিয় হতে হবে। দলকে সংগঠিত ও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে সুন্দরগঞ্জে বড় সাফল্য সম্ভব।”

 

উপজেলা জাতীয়তাবাদী বিপ্লবী দলের সদস্য সচিব শ্রী প্রশান্ত কুমার সরকার বলেন,
“প্রত্যেকটি ইউনিয়ন কমিটি দলকে আরও শক্তিশালী করবে। আমরা চাই সবাই মিলেমিশে দলের উন্নয়নে কাজ করুক। শৃঙ্খলা হচ্ছে আমাদের প্রধান শক্তি—এটা ভঙ্গ করার কোনো সুযোগ নেই।”

গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহ্বায়ক মোঃ গোলাম আযম মন্ডল প্রিন্স বলেন,
“নতুন কমিটিগুলো দায়িত্বশীলভাবে কাজ করবে বলে আমরা আশা করি। দলের নীতি ও শৃঙ্খলা রক্ষা করে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সুন্দরগঞ্জে দলের শক্ত অবস্থান তৈরি করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”

সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম বলেন,
“রাজনৈতিক সংগঠন অঙ্গসংগঠন ছাড়া পূর্ণতা পায় না। আমরা সুন্দরগঞ্জে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে চাই। কে মনোনয়ন পাবেন সেটি গুরুত্বপূর্ণ নয়—আমরা কাজ করবো ধানের শীষের প্রতীকের পক্ষে, দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com