ফ্যাসিবাদী সরকারের লুটপাটের প্রকল্প “প্রিপেইড মিটার লাগানো”র সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর নিউক্রস রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উদ্যোগে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।
এসময় লিখিত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে রংপুরের আবু সাঈদসহ সারাদেশে দেড় সহস্রাধিক ছাত্রজনতা শহীদ হয়েছে। হাজার হাজার যুবক তরুণ রক্ত ঝরিয়ে আহত হয়েছে, অনেকে চোখ বা অন্য অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। সেই শহীদ এবং আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি। আর সেই ফ্যাসিস্ট সরকারের সীমাহীন লুটপাটের প্রকল্প কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ‘ভাই-বন্ধু’ চক্রকে ১৫ লক্ষ মিটার সরবরাহের কাজ দিতে সক্রিয় নেসকো (৮ লক্ষ মিটার) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (৭ লক্ষ মিটার)। তাই তারা দরপত্রে এমনভাবে শর্ত দিয়েছে, যাতে এই কোম্পানিগুলোই কাজ পায়। আমরা এই প্রতারণামূলক কর্মকান্ড বন্ধের জোর দাবি জানাই।
তিনি আরও বলেন, প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের মুখে জেলা প্রশাসকের মধ্যস্থতায় নেসকো এই মিটার লাগানো কিছুদিন বন্ধ রেখেছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা কৌশল পাল্টিয়েছে। আগের ডিজিটাল মিটারে ভুতুড়ে বিল দিচ্ছে। নানরকম হয়রানি করছে গ্রাহকদেও সাথে। ভোক্তা মিটার সংক্রান্ত কোন সমস্যা নিয়ে বিদ্যুৎ অফিসে গেলে তাদেরকে বুঝানোর চেষ্টা করছে প্রিপেইড মিটার লাগালে সব সমস্যার সমাধান হবে। আবার বিভিন্ন বাড়িতে গিয়ে বলছে সরকারি ঘোষণা অনুযায়ী বাধ্যতামূলক প্রিপেইড মিটার লাগাতে হবে। এভাবে প্রতারণাপূর্বক তারা বেশকিছু প্রিপেইড মিটার লাগিয়েছে।
এসময় সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৩ ডিসেম্বর বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উদ্যোগে নগরীর কাচারী বাজার এলকায় সমাবেশ করবেন।