রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) দুই মাসব্যাপী ‘শতরঞ্জি বুনন’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রংপুর নিসবেতগঞ্জে শতরঞ্জি প্রকল্প ভবনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিল। বিসিক উন্নয়ন বিভাগ ও রংপুর জেলা বিসিক কার্যালয় এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, বিশ্ব ব্র্যান্ডিংয়ে দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোর স্থান করে নিতে প্রতিষ্ঠিত গুণগত মান নিশ্চিতের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী অসংখ্য উদ্যোক্তা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বিসিক জেলা ও আঞ্চলিক পর্যায়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সাইফুল ইসলাম আরো বলেন, রংপুর অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য বহনকারী শতরঞ্জি শুধু একটি পণ্য নয়, এটি আমাদের সৃজনশীলতা ও দক্ষতার এক অনন্য প্রতীক। শতরঞ্জি ইতোমধ্যে জিআই পণ্যের স্বীকৃতি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শতরঞ্জি বুননে আধুনিক কৌশল, মানোন্নয়ন ও বাজারজাতকরণ বিষয়ে আরও সমৃদ্ধ জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। আশা করি, আপনাদের চেষ্টা ও প্রশিক্ষণের অভিজ্ঞতা মিলিয়ে শতরঞ্জিকে দেশের সীমানা পেরিয়ে বিশ্ববাজারে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা বিসিক উন্নয়ন বিভাগের জিএম জেসমিন নাহার, রংপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: এহেসানুল হক। উদ্বোধন অনুষ্ঠানে রংপুর বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তা, ৩০ (ত্রিশ) জন মহিলা প্রশিক্ষণার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।