সংবাদ শিরোনাম :
নির্বাচনের নামে আমাদের সামনে মূলা ঝোলানো হচ্ছে: নীলফামারী পথসভায় নাহিদ ইসলাম সৈয়দপুরে জাতীয় নাগরিক পার্টির শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত বিহারী ক্যাম্পে মতবিনিময় জাতীয় নাগরিক পার্টি ৩রা জুলাই দিনের কার্যক্রম বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে বিশাল জনসভা জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সাদুল্যাপুর অতিক্রম করে গাইবান্ধায় প্রবেশ করছে। জাতীয় নাগরিক পার্টি এখন পদযাত্রা মাদারগঞ্জে  জুলাই বিপ্লব একটি দলের পরিবর্তনের জন্য ছিল না,  ছিল নয়া রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের বাবা মায়ের পাশে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এসিপি পার্টির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেন
নির্বাচনের নামে আমাদের সামনে মূলা ঝোলানো হচ্ছে: নীলফামারী পথসভায় নাহিদ ইসলাম

নির্বাচনের নামে আমাদের সামনে মূলা ঝোলানো হচ্ছে: নীলফামারী পথসভায় নাহিদ ইসলাম

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

স্টাফ করেসপন্ডেন্ট নীলফামারী।।বাতায়ন ২৪ ডটকম।।

আজ ৩ রা জুলাই বৃহস্পতিবার দুপুর ২.৩০ টায় নীলফামারী ডিসির মোড় এ পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সপ্তম শ্রেণীর ছাত্র রুবেলের প্রয়োজন ছিল না সেই আন্দোলনে রাস্তায় নামা। আন্দোলনটা ছিল চাকরির জন্য কোটার আন্দোলন ।রুবেলের জন্য সে আন্দোলন প্রয়োজন ছিল না। কিন্তু সে সাহসের সহিত বুক পেতে দিয়েছিল। নির্বাচন করে আমাদের সামনে মুলা ঝোলানো হচ্ছে।

গণঅভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম। সুন্দর স্বপ্নের এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলন হয়েছিল। এই গণঅভ্যুত্থানের পরে আমরা অনেক কিছুই আশা করেছিলাম। সব আশা পূরণ হয়নি। আমরা মনে করি এই লড়াইটা আমাদের চালাতে হবে। আমরা দেখছি গণঅভ্যুত্থানের পরেও পুরনো কালচার নিয়ম নীতি ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি করতে চাই। ২৪ এর অব্যাতনকারীরা এখনো জাগ্রত আছে। কেউ যদি মনে করে আবারো পূর্ণ দখলদারিত্ব পুরনো সন্ত্রাস এবং সিস্টেমকে আবারো ফিরে আনবে তাদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতই হবে।  গণঅভ্যুত্থানের পরে স্বপ্ন যদি পূরণ হতো তাহলে নতুন রাজনৈতিক দল গড়তে হতো না। আমরা দেখছি দশ মাসেও সেই দাবি পূরণ করা হচ্ছে না। নির্বাচন নির্বাচন করে আমাদের সামনে মুলা ঝোলানো হচ্ছে। আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচিত সরকার চাই। শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের হৃদয়ের আগুন কখনো নিবেনা। মৌলিক সংস্কার হতে হবে রাষ্ট্রের। সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে। বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে আওয়ামী লীগের সংবিধান মুজিববাদীর সংবিধান সেই সংবিধানকে ঝরে ফেলে দিতে হবে। সংবিধান আর রাখার মানে হয় না যে সংবিধান জনগণের সংবিধান নয় সেই সংবিধান আর রাখার মানে হয় না।

হাসনাত আব্দুল্লাহ বলেন: আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা হাসিনাকে উৎখাত করেছি আপনাদের সাথে নিয়ে। নতুন চাঁদাবাজদের উৎখাত করব। নতুন সন্ত্রাসীদের উৎখাত করব।। যারা দুর্নীতি করবে যারা চাঁদাবাজি করবে যারা রাজনীতিক দৌলতের পরিচয় দিচ্ছেন তাদেরকে রুখে দিব।
সার্জিস আলমের উপস্থাপনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন, হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার যারা, আরমান সাহাসহ আরো অনেকে।

পথ সভা শেষে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়।

বাতায়ন ২৪ ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com