বিচ্ছেদের পরের সময়টা সহজ ছিল না

বিচ্ছেদের পরের সময়টা সহজ ছিল না

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।

বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। সেই তালিকায় মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক ছিল অন্যতম আলোচিত। কয়েক বছর চর্চার পর ২০২৪ সালে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেন দুজন। বিচ্ছেদের পর এবার নিজের অনুভূতি ও বর্তমান সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন মালাইকা।

২০১৮ সালে মালাইকা ও অর্জুনের সম্পর্ক প্রকাশ্যে আসে। শুরুতে ব্যক্তিগত রাখার চেষ্টা করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট করা, জন্মদিনে শুভেচ্ছা—সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে আগ্রহ বাড়তে থাকে। তাই বিচ্ছেদের খবরও দ্রুত শিরোনাম হয়ে ওঠে।

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিচ্ছেদের পর অর্জুন কাপুর নিজেকে ‘সিঙ্গেল’ বললেও মালাইকা জানিয়েছেন, সম্পর্ক ভেঙে গেলেও অর্জুন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাঁর কথায়, ‘সবকিছুর পরও তিনি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা বদলায়নি।’ তবে অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি কথা বলতে তিনি আর আগ্রহী নন বলেও জানান মালাইকা।

মিডিয়ার অতিরিক্ত মনোযোগ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। মালাইকার মতে, তাঁর ব্যক্তিগত সম্পর্কগুলোই প্রায় তাঁর কাজের চেয়ে বেশি আলোচনায় এসেছে। ‘একসময় মনে হয়েছিল, আমার জীবন কি শুধুই আমার ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ? এখন আমি এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। আমি শুধু সেটাই করতে চাই, যা আমাকে সত্যিই সুখী করে,’ বলেন তিনি।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com