রংপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রংপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে ‘মহান বিজয় দিবস, উদ্‌যাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই জাতি অর্জন করেছে তার সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অধিকতর কঠিন। এজন্য সুশাসন নিশ্চিতের পাশাপাশি একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, যে শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল তা যেন পুনরাবৃত্তি না ঘটে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা প্রসঙ্গে বিভাগীয় কমিশনার আরো বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তিনি সকল প্রকার বিভাজন ও হিংসা ভুলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। এছাড়াও, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী ও রংপুর মহানগর কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ মিয়া।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী বিজয়মেলার উদ্‌বোধন করা হয়। রংপুর জেলাপ্রশাসন এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মেলায় ১৩০টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ১৬ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com