গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বেলকা ইউনিয়নের ব্রাইট ড্রিম মডেল মাদরাসার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মাদরাসা ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার পর শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু করেন। র্যালিতে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাণবন্ত স্লোগান দেন।
র্যালিটি মাদরাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে একতা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফ্যামিলি ড্রিম সোসাইটির সেক্রেটারি মো. সোলায়মান মিয়া, মাদরাসার সহকারী পরিচালক মো. আবু সোলায়মান, শিক্ষক মো. খাইরুল ইসলাম, ফ্যামিলি ড্রিম সোসাইটির সদস্য ও অভিভাবক মো. আবু ইউসুফ, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিজয়ের চেতনায় দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলি লালন করাই আজকের দিনের মূল শিক্ষা।
এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।