রংপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 

রংপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভাসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে রংপুরে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় টাউন হল চত্বরে বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং জুলাই যোদ্ধারা ।

পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব রাখেন সিটি কর্পোরেশনের পোশাক মো: আশরাফুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, এসপি মারুফাত। ডিসি মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাসহ অন্যান্য অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে মেধাশূন্য করতেই পাকিস্তানিরা খুঁজে খুঁজে  জাতির সূর্যসন্তানদের হত্যা করেছে।এই ইতিহাস ধারণ করতে হবে। পরে শহীদের জন্য করা হয় দোয়া, মোনাজাত।
এছাড়াও রোকেয়া বিশ্ববিদ্যালয় পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। মেয়েদের প্রধান অতিথি ছিলেন ভিসি ডঃ এম শওকত আলী।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com