সংবাদ শিরোনাম :
ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধ করতে বলল ঢাকা অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না, ‘রাজপথের সঙ্গীদের’ উদ্দেশে তারেক রহমান নির্বাচন বানচালের জন্য দেশী-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে এমপি প্রার্থী সামুর নির্বাচনী মতবিনিময় সভা  রংপুরে র‍্যাবের বিশেষ অভিযানে প্রতারক নাজমুল হাসান গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৬ চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান অস্ত্রধারীদের দেখামাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপির
বাংলাবান্ধা সীমান্তে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

বাংলাবান্ধা সীমান্তে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট, পঞ্চগড় ।।বাতায়ন২৪ডটকম।।
পঞ্চগড়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ নভেম্বর) বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

তিন বাংলাদেশি হলেন- সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী শিশু অরণ্য কুমার ভৌমিক। উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তারা দেশে ফেরেন।

এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান। এ সময় দুই বাহিনীর পাঁচজন করে সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, কিছুদিন আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে অবহিত করেন যে, তিনজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। বিএসএফ তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা আনুমানিক এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশ করেন। বিএসএফ কোম্পানি কমান্ডার এই তিন নাগরিকদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্ত করেন।

পরে বিএসএফের হাতে আটকদের নাম ও ঠিকানা নিয়ে তাদের পরিবারের সঙ্গে বিজিবি পুলিশের মাধ্যমে যোগাযোগ করে তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। রাতে আটকদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, তিন বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে আটকদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com