সংবাদ শিরোনাম :
বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ বেরোবি ছাত্র সংসদ জন্য ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন কুড়িগ্রামের চরে মাধ্যমিকের শিক্ষাও অধিকাংশের নাগালের বাইরে নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল- ইসি সচিব নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত রংপুর-৩ সদর আসনে হাতপাখার এমপি প্রার্থী পিয়ালের গণসংযোগ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে জাতীয় যুবশক্তির শোভাযাত্রা অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন সামু (ভিডিও) তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
রংপুর-৩ সদর আসনে হাতপাখার এমপি প্রার্থী পিয়ালের গণসংযোগ

রংপুর-৩ সদর আসনে হাতপাখার এমপি প্রার্থী পিয়ালের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনে হাতপাখা এমপি প্রার্থী আমিরুজ্জামান পিয়াল প্রতিদিনই বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী মাঠে দিনদিন তার উপস্থিতি আরও জোরদার হচ্ছে।
গত সোমবার রাতে নগরীর প্রাইম মেডিকেল মোর, সুলতান মোড় থেকে শুরু করা গণসংযোগ -এখন প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ড, বাজার, চা-স্টল, গ্রাম ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে আমিরুজ্জামান পিয়াল বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য। নির্বাচিত হলে রংপুর সদর-৩ কে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী এলাকায় রূপান্তর করবো। সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।”
এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অনেকে বলেন, তারা পরিবর্তন ও সেবাধর্মী নেতৃত্ব দেখতে চান, আর সেই প্রত্যাশা তারা পিয়ালের মধ্যেই খুঁজে পান।
আগামী নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করার জন্য স্থানীয়রা ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করেছেন বলে জানা যায়। গণসংযোগের মাধ্যমে রংপুর সদর-৩ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়ছে, আর আমিরুজ্জামান পিয়ালের প্রচারণা ভোটারদের মাঝে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বাতায়ন২৪ডটকম।। মেজবাহুল হিমেল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com