আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, দীর্ঘদিন রংপুর অবহেলিত ও বঞ্চিত ছিল। এবার সময় এসেছে পরিবর্তনের। আশাকরি রংপুরবাসী উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিবেন। আমার লক্ষ্য অবহেলিত বৈষম্যের শিকার রংপুরে উন্নয়ন করা। রংপুর জনপদকে এগিয়ে নেয়ার।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে রংপুর সিটি বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এরআগে তিনি বেলা ১২ টায় রংপুর কেরামতিয়া পীর সাহেব (রহ:) এর মাজার জিয়ারত, দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি নগরীর নবাবগঞ্জ বাজার (গুদরী বাজার)সহ এলাকায় গণসংযোগ করেন।
