স্টাফ করেসপান্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
পীরগঞ্জে যুবক সোহেল রানার( ২৪) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ ৬ জুলাই রবিবার দুপুর ১২ টায় পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এই মানববন্ধনে মূল হত্যাকারীকে দেয়ার ফাঁসি দাবি ওঠে।
নিহত সোহেল রানা উপজেলার মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া( নসিমনপুর) গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
সূত্রে জানা যায়, জমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ৩০ জুন সোমবার বিকেল সাড়ে তিনটের সংঘর্ষে সোহেল রানা গুরুতর আহত হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিন দিন পর ৩ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটের সময় সোহেল রানা মৃত্যুবরণ করে। পরে সোহেল রানার বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করে।
পুলিশ হত্যার মামলার আসামি মনিরুলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার নিশ্চিত ও সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসী নারী-পুরুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভ মিছিল সহকারে এসে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সভাপতি সাইফুল আজাদ মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিস, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, সাজু মিয়া, নিহত সোহেলের মা মরিয়ম বেগম, নববধূ জান্নাতুল বেগম, প্রমূখ।
সোহেলের স্ত্রী জান্নাতুল বেগম বলেন, আমার স্বামী একজন নিরপরাদ। মনিরুলরা আমার স্বামীকে নিশংস ভাবে হত্যা করেছে আমি হত্যাকারীর ফাঁসি চাই।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমরা প্রধান আসামী মনিরুল কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।