সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১
রংপুরের পাওনা টাকা ফেরত না পাওয়ায় ছেলেকে শ্বাসরোধে হত্যা

রংপুরের পাওনা টাকা ফেরত না পাওয়ায় ছেলেকে শ্বাসরোধে হত্যা

 

স্টাফ করেসপডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের গঙ্গাচড়ায় মায়ের কাছে পাওনা টাকা ফেরত চেয়ে না পাওয়ায় জিসান (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে

সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, সোহেল রানা প্রায় দুই বছর ধরে গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন চালাতেন। এই সুবাদে তার সঙ্গে জিসানের মা জেসমিন আরা খাতুনের পরিচয় গড়ে ওঠে। সোহেল তার উপার্জনের টাকা জেসমিনের কাছে জমা রাখতেন। জমাকৃত ৫০ হাজার টাকা ফেরত চাইলে জেসমিন তাকে টাকা না দিয়ে উল্টো চড় মারেন। এতে করে সোহেল ক্ষোভ দীর্ঘদিন জমা রাখে।

শুক্রবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকার একটি পাটক্ষেত থেকে সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোহেল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের আমির আলীর ছেলে।

জিসান গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর চেংমারী গ্রামের বেলাল হোসেন সাগরের ছেলে। মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল সে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহেল রানা মাদরাসা থেকে জিসানকে নিয়ে যান। তাকে জুতা কিনে দেওয়ার কথা বলে বাজারে নিয়ে যান এবং পরে মাদরাসা পৌঁছে দেওয়ার কথা বলে পথে একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি লালমনিরহাটে নিজ বাড়িতে পালিয়ে যান।

জিসানের সহপাঠী গোলাম রাব্বানী (১০) জানায়, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন এক লোক এসে জিসানকে নিয়ে যায়। সে প্রায়ই এসে জিসানকে নাশতা দিত, ভেবেছিলাম আজও তাই নিয়ে যাচ্ছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com